স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জে দৌলতপুর উপজেলার ধামশ্বর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে জরিমানা করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) দুপুরের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ এ অভিযান পরিচালনা করেন।
জুয়েল আহমেদ জানান,রোববার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ ও পোনা মাছ বিক্রয় রোধে অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ৪৫০ ফিট বেড় জাল, ৫ হাজার মিটার মনো ফিলামেন্ট গিল নেট (কারেন্ট জাল),১টি ফিক্সড ইঞ্চিন (ভেসাল জাল) জব্দ করে ধ্বংস করা হয়েছে।
এছাড়া, মাছ শিকার করতে নিষিদ্ধ জাল ব্যবহার করায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ২ হাজার টাকা অর্থদ্বণ্ড দেওয়া হয় এবং তাৎক্ষণিক আদায় করা হয়েছে।
এসময় মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রনি সাহা ও পুলিশ প্রশাসন সহযোগিতা করেন বলেও জানান তিনি।