স্টাফ রিপোর্টার:
বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হয়েছে আরমান (৪০) নামের এক গরু ব্যবসায়ীর। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯ টার দিকে হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের কিটিংচর নূরালীকুম ব্রিজের পূর্বপাশে এ ঘটনা ঘটে।
নিহত আরমান ওই এলাকার পূর্ব ভাকুম গ্রামের মৃত সফিজুদ্দি খানের পুত্র ও ৩ সন্তানের জনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় মোটরসাইকেল চালিয়ে আরমান সিংগাইর সদরের দিকে যাচ্ছিলেন। এ সময় তার বিপরীত দিক থেকে ছেড়ে আসা ঢাকা গামী যাত্রীবাহী বাস শুকতারা সার্ভিসের মোল্লাহ পরিবহন (চট্রো মেট্রো-জ-১১-০০৬৪) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী আরমান মারাত্মক আহত হন।
পরে তাকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় থানা পুলিশ বাসটিকে আটক করেছেন।
এ ব্যাপারে নিহতের ছোট ভাই মো. পরশ বাদি হয়ে থানায় মামলা করেছেন। পরিবারে বইছে শোকের মাতম।