শুভংকর পোদ্দার, স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ১৩টি ইউনিয়নের গ্রাম পুলিশদের মাঝে পোষাক ও বাইসাইকেল বিতরণ করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
আজ( ১সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে হরিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক (উপ-সচিব) ফৌজিয়া খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান ভিপি আজিম খান, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.বিল্লাল হোসেন।
এসময় ১২১ জন গ্রাম পুলিশের মাঝে পোষাক ও বাইসাইকেল তুলে দেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস। এদের মধ্যে পুরুষ গ্রামপুলিশের সংখ্যা ৯৯ ও মহিলা গ্রাম পুলিশ রয়েছেন ২২জন।