শুভংকর পোদ্দার, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুরে ছয় ব্যবসায়ীকে ৪৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার দুপুরে উপজেলার ঝিটকা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন। এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন হরিরামপুর থানা পুলিশ।
এবিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন জানান, লাইসেন্স ব্যতীত ঔষুধ বিক্রয় করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে কবিরাজি দোকানী শ্রীদাম সাহা কে ২হাজার টাকা। মাস্ক পরিধান না করে স্বাস্থ্যবিধি লংঘন করায় ফার্মেসি মালিক নুরুল ইসলাম ও ইমরান খানকে ৭ হাজার টাকা।
টিন ব্যবসায়ী আনিছুর রহমান কে ৫ হাজার টাকা। পাটজাত মোড়ক ব্যবহার না করার কারনে চাউল ব্যবসায়ী ইউসুফ আলীকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মুদি ব্যবসায়ী হোসেন মোল্লাকে অত্যাবশকীয় পন্য নিয়ন্ত্রণ আইনে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে।