স্টাফ রিপোর্টার:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী দেশের পাট শিল্প রক্ষায় ব্যর্থ দাবি করে তার পদত্যাগ চেয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা-কর্মীরা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিপিবির নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত হন। এরপর তারা বস্ত্র ও পাট মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেন। এ সময় তারা বন্ধ সব পাটকল চালু, পাটকল শ্রমিকদের চাকরিতে পুনর্বহালসহ তিন দফা দাবি জানান।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ বলেন, ‘পাটের নিত্য নতুন ব্যবহার উদ্ভাবন, রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিল, পাটকল বন্ধ নয় আধুনিকায়ন করা, পাট খাতে দুর্নীতি-লুটপাট বন্ধসহ বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়ন না করে উল্টো পাট কল বন্ধ করে দেওয়া কৃষক-শ্রমিকদের পেটে লাথি মারার শামিল। করোনা সংক্রমণের এই দুর্যোগকালে বিপুল শ্রমিক-কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন। এই মহাসংকটে সরকার ২৫টি রাষ্ট্রীয় পাটকল বন্ধ করার গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। যার ফলে প্রায় ৬০ হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে। তাদের পরিবার এবং ৪০ লাখ পাটচাষী ও তাদের পরিবার, পাট ব্যবসায়ী মিলে মোট প্রায় ৪ কোটি মানুষ চরম বিপাকে পড়বে। যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
তিনি বলেন, ‘পাট কল বন্ধ না করে কীভাবে এ শিল্পকে রক্ষা করা যায় তার সঠিক পরিকল্পনা গ্রহণের জোর দাবি করছি। পাশাপাশি ব্যর্থ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পদত্যাগ দাবি করছি। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তবে শ্রমিকদের সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলে দাবি মানত বাধ্য করা হবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড সামছুল আলম, কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুম, সিপিবির কেন্দ্রীয় সংগঠক কমরেড তোবারক আলীসহ আরো অনেকে।