স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলকে আসন্ন পৌর নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছে ওলামা মাশায়েখ, ইমাম, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতারা।
রবিবার দুপুরে পূর্ব দাশড়া এলাকায় আওয়ামী লীগ নেতার বাসভবনে শতাধিক আলেম ওলামার অংশ গ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা ওলামা মাশায়েখ পরিষদের মহাসচিব বশির রেজার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে দারুল উলুম সিদ্দিকীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মনিরুজ্জামান রব্বানী, ইসলামীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আতিকুর রহমান, বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা আব্দুল্লাহ আল ফিরোজ প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে সুলতানুল আজম খান আপেল বলেন, পৌর মেয়র হিসেবে নির্বাচিত হলে পৌর এলাকার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাসিক ভাতা ও অনুদানের ব্যবস্থা করা হবে। তিনি আর বলেন, আমি নিজে সৎ থাকব এবং পৌরসভারকে একটি দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে রুপান্তর করবো। সকল পৌরবাসীকে সাথে নিয়ে মানিকগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তর করবো।