স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের দৌলতপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরুল হাসানের যোগদান উপলক্ষে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় হলরুমে সরকারি কর্মকর্তা, উপজেলা পরিষদ- ইয়নিয়ন পরিষদের চেয়ারম্যানগন, সাংবাদিক ও শিক্ষক বৃন্দদের সাথে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা, ভাইস চেয়ারম্যান এ.কে.এম নাছির উদ্দিন আবুল, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোহাম্মদ আব্দুর রেজ্জাক, বাচামারা ইয়নিয়নের চেয়ারম্যান মো. আব্দুল লতিফ, দৌলতপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এ. বি.খান বাবু প্রমুখ।