স্টাফ রিপোর্টার, নুসরাত জাহান তমিনা :
আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও ডায়বেটিক সমিতির সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল বলেছেন, প্রথম শ্রেণীর হওয়া সত্ত্বেও উন্নয়ন বঞ্চিত মানিকগঞ্জ পৌরসভা। ইতিপূর্বে যারাই মেয়র ছিলেন তারা পৌরবাসীর উন্নয়নে কোন কাজ করেননি। তাইতো এখনো পৌর এলাকার অনেক স্থানেই নেই বিদ্যুতের আলো। মরদেহ কবরাস্থানে নেওয়া হয় ময়লার গাড়িতে। এখনো যোগাযোগ বঞ্চিত অনেক এলাকা। তাই আমাকে একবারের জন্য সুযোগ দিন আমি মেয়র হয়ে আপনাদের সেবা করতে চাই।
শুক্রবার বেলা ১১ টার দিকে পূর্বদাশড়া এলাকায় স্টেপ এনজিওর আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এই নেতা এসব কথা বলেন।
স্টেপের নির্বাহী পরিচালক সঞ্জয় কুমার দাশের সভাপতিত্বে সভায় এসময় অন্যান্যের মধ্যে জেলা জুয়েলার্স মালিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আব্দুস সালাম, আ‘লীগ নেতা মো: হানিফ, স্টেপের সহকারী পরিচালক সিরাজুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে এনজিওর তিন শতাধিক নারী সদস্য উপস্থিত ছিলেন।