স্টাফ রিপোর্টার, হরিরামপুর :
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার আট জন অসহায় মানুষকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদান করেছে ‘কেয়ার অ্যাণ্ড সাইন’ ফাউন্ডেশন।
আজ শুক্রবার সকালে হরিরামপুর আন্ধারমানিক গ্রামে অনাড়ম্বর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রবীণ সমাজসেবক ও হিতৈষী আজহার উদ্দিন আহমেদ একজন বয়স্ক বিধবা নারী, একজন অসুস্থ দরিদ্র নারী, দুইজন রিক্সাচালক, একজন চা বিক্রেতা, তিনজন শারীরিক প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিকে সহযোগিতার এ নগদ অর্থ তুলে দেন।
এসময় আজহার উদ্দিন আহমেদ, নি:স্বার্থভাবে অসহায় মানুষদের পাশে থাকার জন্য উপস্থিত সকলকে অনুরোধ জানিয়ে তিনি ‘কেয়ার অ্যাণ্ড সাইন’ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর ৯৩ ব্যাচের কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী স্বউদ্যোগে আর্তমানবতার সেবায় মার্কিন যুক্তরাষ্ট্রে গড়ে তুলেছেন ‘কেয়ার অ্যাণ্ড সাইন’ ফাউন্ডেশন। এ অলাভজনক ফাউন্ডেশনটি বাংলাদেশের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ, অসহায় নারী, দরিদ্র, প্রতিবন্ধীদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে আর্থিক সহযোগিতা প্রদান করে থাকে।