স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে বীরমুক্তিযোদ্ধা অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খাঁন কামাল এর ৭৯ তম শুভ জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও সন্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে বাজারের স্যাক অফিসে একটি সামাজিক সংগঠন (উত্তরণ) এর আয়োজনে উত্তরনের সভাপতি বিমল রায়ের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খাঁন কামাল, মানিকগঞ্জ কমিউনিষ্ট পার্টির সাবেক সভাপতি এ্যাডঃ আজাহারুল ইসলাম আরজু,, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ উর্মিলা রায়, অধ্যক্ষ আবুল হোসেন সিকদার, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক লক্ষী চ্যাটার্জী, সুজনের জেলা শাখার সাধারন সম্পাদক ইকবাল হোসেন কচি, মানিকগঞ্জ পেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও সুজনের সহ সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস,জেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক মজিবুর রহমান মাষ্টার, সাংগঠনিক সম্পাদক আরশেদ আলী মাষ্টার, জেলা রোভার স্কাউটের সাবেক সাধারন সম্পাদক ও পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সরকার মাসুদ, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাস, পৌর জাসদের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, মানিকগঞ্জ সংবাদপত্র সম্পাদক পরিষদের যুগ্ম সাধারন সম্পাদক ও মানিকগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো: আকরাম হোসেন, উত্তরনের সহ সভাপতি সিদ্দিকুর রহমান চাঁন, সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম রাসেল, জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন উত্তরণের সাধারন সম্পাদক আমিনুর রহমান অঞ্জন।
বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খাঁন কামাল মহান মুক্তিযোদ্ধের যুদ্ধকালীন মুজিব বাহিনীর কমান্ডার,বিশিষ্ট শিক্ষাবিদ,মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ও সাবেক সংসদ সদস্য,দৈনিক গণচেতনার সম্পাদক ও প্রকাশক সহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জরিত আছেন।
সভায় বক্তরা বলেন, বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খাঁন কামাল হলেন মানিকগঞ্জের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব, তার গুনের কথা বলে শেষ করা যাবে না। তিনি একজন সাদা মনের মানুষ।
আলোচনা সভা শেষে বীরমুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম খাঁন কামালকে উত্তরণের পক্ষ থেকে সন্মাননা কেস্ট প্রদান করা হয়। পরে কেক কেটে জন্মদিন পালন করা হয়।