রাঙামাটির নানিয়ারচরে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী মেয়ে শিশুকে ধর্ষণের ঘটনায় হারুনুর রশিদ (৮০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে রাঙামাটির সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রবাল চক্রবর্তীর আদালতে ভিকটিম শিশু জবানবন্দি দিয়েছে।
এর আগে রোববার (৪ অক্টোবর) রাতে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুর এলাকার নিজ বাড়ি থেকে ধর্ষক হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়।
নানিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই ) মিজান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মেয়ে শিশুর মা বলেন, ‘আমার ১২ বছরের মেয়ে বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধী। মেয়েকে বাসায় একা রেখে ওর বাবা জমিতে চাষ করতে যায় এবং আমি বাজারে যাই। এই সুযোগে ওই এলাকার বৃদ্ধ হারুনুর রশিদ ঘরে ঢুকে জোরপূর্বক মেয়েকে ধর্ষণ করে। এসময় আমি এসে ঘরে ঢুকে তা দেখতে পাই। এরপর লাঠি দিয়ে ওই বৃদ্ধকে আঘাত ও চিৎকার করতে থাকি। পরিস্থিতি বেগতিক দেখে ওই বৃদ্ধ পালিয়ে যায়।’
এসআই মিজান জানান, ঘটনায় ভিকটিমের মা লিখিত অভিযোগ দিলে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়। রাতেই আসামিকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।