স্টাফ রিপোর্টার :
লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির উদ্যোগে মানিকগঞ্জের পাঁচ শতাধিক ব্যক্তির ডায়াবেটিক পরীক্ষা, তিনশতাধিক দু:স্থ ব্যক্তিকে খাদ্য সহায়তা, দুইশতাধিক ব্যক্তিকে গাছের চারা বিতরণ করা হয়েছে।
লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ এ২ বাংলাদেশের সহায়তায় আজ (রবিবার) দুপুরে মানিকগঞ্জ ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট (এনপিআই) কার্যালয়ে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
লায়ন্স ক্লাব অব ঢাকা ড্রিম সিটির সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার মো. শামসুর রহমান এমজেএফ’র সঞ্চালনায় এই বর্মসূচীতে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার মেয়র গাজী কামরুল হুদা সেলিম, লায়ন্স ক্লাব অব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫ এ২ বাংলাদেশের ১ম ভাইস গভর্নর লায়ন জালাল আহমেদ এমজেএফ, কেবিনেট ট্রেজারার লায়ন মহসিন ইমাম চৌধুরী, মার্কেটিং এন্ড কমিউনিকেশন চেয়ারপারসন লায়ন কাজী লুৎফর রহমান, ট্রেজারার লায়ন ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম শাহীন, সার্ভিস চেয়ারপারসন ও এনপিআই’র পরিচালক লায়ন ড. প্রকৌশলী মো. ফারুক হোসেন, বাংলাদেশ পাওয়ার গ্রীড কোম্পানী মানিকগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী লায়ন ইঞ্জিনিয়ার দেওয়ান গিয়াস মাহমুদ, এনপিআই বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক।
বক্তারা বলেন, সরকারী বা বেসরকারী প্রতিষ্ঠান বা ব্যক্তির সহায়তা ছাড়াই সংগঠনের সদস্যদের নিজস্ব টাকায় কর্মসূচী বাস্তবায়ন করা হয়।