নতুন প্রেমের গল্পে মজে যাবে কলকাতা। আর অপেক্ষা মাত্র অল্প কয়েকদিনের। আসছে মে মাসেই মুক্তি পাচ্ছে নতুন ছবি ‘পিয়া রে’। এখানে জুটি বেঁধে হাজির হচ্ছেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক সোহম ও নায়িকা শ্রাবন্তী। নিটোল এক প্রেমের গল্পে নির্মিত হয়েছে ছবি। এর গল্প লিখেছেন অভিমন্যু মুখার্জি। এখানে দেখা যাবে নিম্নবিত্ত পরিবারের মেয়ে রিয়া মন দিয়ে বসে মধ্যবিত্ত ঘরের ছেলে রবিকে। ছবিটিতে রবির ভূমিকায় রয়েছে সোহম এবং রিয়ার ভূমিকায় শ্রাবন্তী। পরিচালকের মতে এই ছবিটা একটি সাইকোলজিক্যাল প্রেমের গল্প। নিসপাল সিং নিবেদিত সুরিন্দর ফিল্মস প্রযোজিত ছবিটি পরিচালনাও করছেন পরিচালক অভিমন্যু মুখার্জি। তিনি তার ছবিতে বেছে নিয়েছেন সোহম-শ্রাবন্তীকে। এর আগেও এই জুটির হিট ছবিগুলোই পরিচালককে অনুপ্রেরণা যুগিয়েছে। ছবিটিতে সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন জিৎ গাঙ্গুলি। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির ফার্স্ট লুক।