বিনোদন ডেস্ক : কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। মঙ্গলবার রাতে তাকে সঙ্গীতশিল্পী শফিক তুহিনের তথ্যপ্রযুক্তি আইনে করা মামলায় গ্রেফতার করা হয়। আসিফ আকবরকে কারাগারের সাধারণ সেলে রাখা হয়েছে। আসিফ আকবরের শারিরীক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার স্ত্রী সালমা আসিফ মিতু। আদালতের কাছে আসিফ আকবরের দেয়া চিকিৎসকদের ব্যবস্থাপত্রে যায়, তিনি নিয়মিত থেরাপি নেন। নয় বছর ধরেই থেরাপি নিচ্ছেন। আর চিকিৎসকেরা আসিফকে লিভারের নিয়মিত পরীক্ষা করানোর সুপারিশ করেছেন। সালমা আসিফ মিতু বলেন, আসিফের অসুস্থতার চিকিৎসা সনদ আইনজীবীরা আদালতে উপস্থাপন করেছেন। নিয়মিত ওষুধ না খেলে তার উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত হয়ে পড়বে। আসিফের ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা হয়। মাঝেমধ্যেই তা তীব্র আকার ধারণ করে।আসিফকে নিয়ে আমি চিন্তিত।
কারাসূত্রে জানা গেছে, আসিফকে কারা মেডিকেল থেকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়েছে। মামলায় আসিফের বিরুদ্ধে দুটি অভিযোগ এনেছেন শফিক তুহিন। ফেসবুকের মাধ্যমে হুমকি এবং গালিগালাজের অভিযোগ।শফিক তুহিনের গান নিয়ে বিভিন্ন মোবাইল কোম্পানির কাছে বিক্রি করে দেয়া। |