আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় ইসরায়েলি সেনারা গুলি করে দুজনকে হত্যা করেছে। শুক্রবার গাজা সীমান্তে সরাসরি গুলি ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি সেনারা। এতে আরো অন্তত ৪১৫ ফিলিস্তিনি আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের জানিয়েছে, শুক্রবার ইসরায়েলি সেনারা গাজার খান ইউনুস শহরের কাছে আবু আল নাজার (১৪) মাথায় গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একইদিন মুহাম্মাদ আল হামাইদাকে (২৪) গুলি করে ইসরায়েলি সেনারা । হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। শুক্রবার ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলি সেনাদের হামলায় আরো চার শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে। প্রসঙ্গত, গাজা উপত্যকায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের ওপর ইসরায়েলি সেনাদের নির্বিচার হামলায় গত ৩০ মার্চ থেকে এ পর্যন্ত ১৪ শিশুসহ অন্তত ১৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। |