স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ সদর উপজেলায় পানিতে ডুবে মো.ইসব্রাফিল (০৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে সদর উপজেলার মানরা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ইসব্রাফিল মানিকগঞ্জ সদর উপজেলার মানরা গ্রামের মো.জুয়েল রানার ছেলে। নিহত ইসব্রাফিলের মা সুমি আক্তার জানান,রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশের মাঠে খেলতে যায় ইসব্রাফিল।খেলার এক পর্যায়ে মাঠের পাশের ডুবায় পড়ে যায়। অনেক খোজাখুজির পর কোথায়ও না পাওয়া গেলে মাঠের পাশের ডুবায় তার মরদেহ দেখে খবর দেয় স্থানীয়রা।পরে তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।