স্টাফ রিপোর্টার:
মহানবী হযরত মোহাম্মদ (স:) এর জন্ম বৃত্তান্ত আলোচনা ও দোয়া মাহফিল উপলক্ষ্যে মানিকগঞ্জ হলি ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের বান্দুটিয়া বাগান বাড়ী কমিউনিটি সেন্টারে হলি ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো: গোলাম মোস্তফার সভাপতিত্বে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসদের সাধারন সম্পাদক আফজাল হোসেন খান জকি, মানিকগঞ্জ এস.কে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মতিয়ার রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি রোমেজা আক্তার মাহিন প্রমুখ। মহানবী হযরত মোহাম্মদ (স:) এর জন্ম বৃত্তান্ত নিয়ে ব্যাপক আলোচনা ও দোয়া পরিচালনা করেন হাফেজ মওলানা মুফতী রফিকুল ইসলাম।