সদর প্রতিনিধি, আব্দুর রাজ্জাক :
মানকিগঞ্জ-৩ আসনের নৌকা প্রতীকের প্রার্থী স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপনের নেতৃত্বে শহরে একটি বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে স্থানীয় বিজয় মেলার মাঠ থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহনে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। এসময় মিছিলে উপস্থিত ছিলেন নৌকার প্রার্থী স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, ছেলে রাহাদ মালেক শুভ্র, জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড: গোলম মহীউদ্দীন, সহ সভাপতি রমজান আলী, সাধারন সম্পাদক আব্দস সালাম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, যুগ্ন সম্পাদক কাজী এনায়েত হোসেন টিপু, সুলতানুল আজম খান আপেল, শ্রমবিষয় সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি লিয়াকত আলী ভান্ডারী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোনায়েম খান, সাধারন সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক মো: জাহিদুল ইসলাম জাহিদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীসমর্থক।