স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এ্যাড. দিলীপ কুমার রাজবংশী । এসময় তিনি বলেন বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। বৎসরের প্রথম দিন সারা দেশের মতো আমরাও সকল শিক্ষার্থীর নতুন বই হাতে পেয়েছি।
বই বিতরনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরী গুহ নিয়োগীর সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষিকা মাসুদা আক্তার, নাজমা আক্তার, আব্দুল মতিন খান, ফাতেমা তুজ জোহরা, জাকিয়া সুলতানা, আফরোজা সুলতানা সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় বিদ্যালয়ের মোট ২৫০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরন করা হয়।
মানিকগঞ্জ জেলায় এবার প্রাথমিকে ৯৭২টি বিদ্যালয়ে ৯ লাখ ২৬ হাজার এবং মাধ্যমিকে ১৬০টি বিদ্যালয়ে ২০ লাখ ৯৪ হাজার ৪৫৭টি বই বিতরণ করা হয়েছে।