স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০১৯ পালন উপলক্ষে মানিকগঞ্জ প্রেসক্লাব বনাম মানিকগঞ্জ জেলা প্রশাসন একাদশ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বেলা ১১টায় মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে এ প্রীতি ক্রীকেট ম্যাচের অয়োজন করে।
এতে জেলা প্রশাসন একাদশ তিন বল বাকী থাকতে ৭ উইকেটে জয় লাভ করে। বিপরীতে মানিকগঞ্জ প্রেসক্লাব ট্রসে জিতে প্রথম ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৮ উইকেটে ৭৬ রান সংগ্রহ করে।
এ খেলায় ম্যান অফ দা ম্যাচ হন জেলা প্রশাসক এসএম ফেরদৌস। প্রেসক্লাবের পক্ষে সর্বোচ্চ রান করেন আজিজুল হাকিম।
জেলা প্রশাসক এসএম ফেরদৌস জেলা প্রশাসন একাদশের পক্ষে এবং কালের কন্ঠের জেলা প্রতিনিধি সাব্বিরুল ইসলাম সাবু মানিকগঞ্জ প্রেসক্লাবের পক্ষে ক্যাপ্টেনের দায়ীত্ব পালন করেন।
আনন্দ ঘন পরিবেশে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বাবুল মিয়াসহ জেলা প্রশাসনের অন্যন্য কর্মকর্তাগণ এবং প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী,সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাস, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।