1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ১৫ মে ২০২৪, ০৬:১৩ পূর্বাহ্ন

রাস্তায় হাঁটতে হাঁটতে মোবাইল ব্যবহার করলেই জরিমানা

  • প্রকাশের সময় : বুধবার, ২২ মে, ২০১৯
  • ১০৯৭ বার দেখা হয়েছে

রাস্তা পারাপারের সময় পথচারীদের মোবাইলে টেক্সট টাইপিং এর নামে জরিমানা আরোপ করে শিগগিরই একটি বিল আনতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্য। এই আইন ভঙ্গ করলে গুণতে হবে ২৫ থেকে ২৫০ ডলারের মতো জরিমানা। বাংলাদেশি টাকায় যা ২ হাজার ১০০ থেকে ২১ হাজার টাকা।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে,বিলটি নিউইয়র্ক রাজ্যের সিনেট উত্থাপন করবে আর স্পন্সর করবেন ব্রুকলিন অ্যাসেম্বলির ফেলিক্স অরতিজ।

বিলের প্রস্তাবনায় বলা হয়েছে,রাস্তা পারাপারের সময় মোবাইল হাতে নিয়ে এর দিকে তাকিয়ে রয়েছেন-এমন লোকদের জরিমানা করা হবে। ১৮ মাসের মধ্যে এ ধরনের অপরাধ আবারও করলে ওই পথচারীদের ২৫০ ডলার পর্যন্ত জরিমানা গুণতে হবে।

এ বিষয়ে সিনেটর জন লিউ’র বলেন,পথচারীদের রাস্তা পারাপারের সময় মোবাইলের মাধ্যমে বিভ্রান্ত হওয়া ঠেকানোই এই বিলের মূল লক্ষ্য।

প্রস্তাবিত এই বিল অনুযায়ী,পথচলতি অবস্থায় বহনযোগ্য ইলেকট্রনিক  ডিভাইসে (মোবাইল, ট্যাব ইত্যাদি) কোনো ছবি আদান-প্রদান, গেম খেলা, অথবা ওয়ার্ল্ড ওয়াইড পেজে নির্দেশনা (কমান্ড) বা অনুরোধ পাঠানো, ইমেইল কম্পোজিং, সেন্ডিং, রিডিং, ভিউইং, এক্সেসিং, ব্রাউজিং, টেক্সট মেসেজ সহ অন্যান্য ইলেকট্রনিক ডাটা আদান-প্রদান নিষিদ্ধ করা হবে।

তবে যেসব লোক জরুরি কাজে যেমন, ইমার্জেন্সি রেসপন্স অপারেটর, হাসপাতাল, ডাক্তার, অগ্নিনির্বাপণ বা পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগের প্রয়োজনে পথে চলার সময় মোবাইল ব্যবহার করবেন তারা নতুন বিলটির আওতামুক্ত থাকবেন।

একই ধরনের আইন হাওয়াই এবং ক্যালিফোর্নিয়াতেও প্রণীত হতে যাচ্ছে বলে জানা গেছে।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury