স্টাফ রিপোর্টার:নানা আয়োজনের মধ্য দিয়ে বিশিষ্ঠ শিল্পপতি ও সাবেক মন্ত্রী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মুন্নু সিটিতে হারুনার রশিদ খান মুন্নুর কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন মুন্নু পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্নু ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মুন্নু পতিœ হুরুন নাহার রশিদ, মুন্নু গ্রæপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আফরোজা খান রিতা, মুন্নু গ্রæপ অব ইন্ডাস্ট্রিজের ভাইস চেয়ারম্যান মঈনুল ইসলাম স্বপন, মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ মাইমুনুল ইসলাম এবং মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের নির্বাহী পরিচলক রাশিদ রাফিউল ইসলাম।
এছাড়া মরহুম হারুনার রশিদ খান মুন্নুর সামাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী,মুন্নু মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক-শিক্ষার্থী,চিকিৎসক,কর্মকর্তা,কর্মচারী,মুন্নু সিরামিক, মুন্নু ফেব্রিক্্র,মুন্নু অ্যাটেয়ার,মুন্নু নার্সিং কলেজসহ মুন্নু গ্রæপের সকল প্রতিষ্টানের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। শ্রদ্ধা নিবেদন করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি,যুবদল,ছাত্রদল,স্বেচ্ছা সেবক দল,শ্রমিকদল,মহিলা দলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি আফরোজা খান রিতা,জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মোখসেদুর রহমান, বর্তমান জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট জামিলুর রশিদ খান,জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল বাতেন,সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান ভুইয়া ফরিদ,বর্তমান জেলা বিএনপির যুত্ম আহবায়ক আব্দুল কুদ্দুস খান মজলিশ মাখন,যুগ্ম আহবায়ক তোজাম্মেল হক তোজাসহ অনান্য নেতৃবৃন্দ।
এদিকে মরহুম হারুনার রশিদ খান মুন্নু আত্মার মাগফেরাত কামনায় মুন্নু সিটির বাংলোবাড়িতে অনুষ্ঠিত হয়েছে বিশেষ মিলদ ও দোয়া মাহফিল। এতে মুন্নু ওয়েল ফেয়ার ফাউন্ডেশন,মুন্ন গ্রæপের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী এবং রাজনৈতিক,সামাজিক সংগঠনসহ বিভিন্ন পেশার হাজারো মানুষ উপস্থিত ছিলেন।
অন্য দিকে হারুনার রশিদ খান মুন্নুর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল দিনভর মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে বিনা খরচে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। হাসপাতেল রোগী ও তাদের স্বজনদের মাঝে খাবার বিতরন করা হয়। এছাড়া স্বেচ্ছায় রক্তদান কর্মসুচি পালন করা হয়েছে।