মো: আজিজুল হাকিম :
১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বপরিবারের হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
রোববার দুপুরে দৌলতপুর উপজেলা যুবলীগের উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়। পরে জাতির জনকের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়।
দৌলতপুর উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ন কবির রাজার সভাপতিত্বে জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহাবুবুর রহমান জনি, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রানা, দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো.মাসুদ হোসেনসহ আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বিদেশে পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে অতি দ্রুত ফাঁসির রায় কার্যকর করার জোর দাবী জানান।