স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় মো: ইয়াসিন (০৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে হরিরামপুর উপজেলার ছোট বাহাদুরপুর গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। নিহত ইয়াসিন উপজেলার চালা ইউনিয়নের কচুয়া গ্রামের হুমায়ন আহমেদের ছেলে এবং স্থানীয় কচুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর শিক্ষার্থী ছিল।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুর রহমান জানান,শিশুটির শরীরে ও ডান চোখের নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। এঘটনায় ইয়াসিনের সৎ মা নার্গিস বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।