1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
রবিবার, ০৫ মে ২০২৪, ০৬:১৭ অপরাহ্ন

ঢাকা রেঞ্জ ও জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নজরুল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ১০০৬ বার দেখা হয়েছে

হাসান চৌধুরী, স্টাফ রিপোর্টার, শিবালয়

দায়িত্ব-কর্তব্যে নিষ্ঠা, সততা, নির্ভিকতা, আইন-শৃংখলার উন্নয়ন, জানমালের নিরাপত্তা, জিআর-সি আর ওয়ারেন্ট তামিল, কমিউনিটি পুলিশিং কার্যক্রম মামলার রহস্য উদঘাটন সাফল্যে পুলিশ বিভাগ ও সরকারের ভাবমূর্তি সমুজ্জল হওয়ায় ঢাকা রেঞ্জ ও মানিকগঞ্জ জেলায় শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হয়েছেন শিবালয় থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম। আড়ম্বর পুর্ণ নির্ধারিত ক্ষণে ১৬ই সেপ্টেম্বর ঢাকা রেঞ্জ ডি আইজি সম্মেলন কক্ষে ডি আইজি মোঃ হাবিবুর রহমান ও ১৪ই সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম কৃতকর্মের শ্রেষ্ঠত্বের সনদ, ক্রেষ্ট ও নগদ অর্থ বিচক্ষন বীর সফল পুলিশ পরিদর্শক (তদন্ত) শিবালয় থানা- মোঃ নজরুল ইসলামের হাতে তুলে দেন। পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম বিরত্বে বিচক্ষনতায় জেলায় মামলার রহস্য উদঘাটন, তদন্তে সাফল্য, উদ্ধার, সাহসীকতার জন্য ৭ বার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত ) পুরষ্কৃত হন। রেঞ্জে মামলার সাফল্যের জন্য ২০১৯ সালে ৩ বার পুরষ্কৃত হন। আগষ্ট ২০১৯ ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক নির্বাচিত হন। ফেব্রæয়ারী ২০১৯ থেকে অদ্য পর্যন্ত জেলা ও রেঞ্জ হতে সর্বমোট ১১ বার সনদ, ক্রেষ্ট ও নগদ অর্থে পুরষ্কৃত হন। ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলো থেকে বিভিন্ন ক্যাটাগরিতে এবার মোট ১৭ জন শ্রেষ্ঠত্বে পুরষ্কৃত হন।এ- বিরত্বপুর্ণ কার্যক্রমে ভুয়সী প্রশংসায় পঞ্চমুখ চৌকশ পুলিশ সুপার রিফাত রহমান শামীম। তিঁনি বলেন, পুলিশের কার্যক্রমে সাধারন মানুষের স্বস্থির ও সেবা অনেকগুন বৃদ্ধি পেয়েছে যার দৃষ্টান্ত শিবালয় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নজরুল ইসলাম। তিঁনি আরও বলেন নজরুল ইসলামের কার্যক্রমে পুলিশ প্রশাসনের ভাবমুর্তি উজ্জল উত্তরত্তর সুনাম অর্জিত হয়েছে।  শিবালয় থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান এ প্রতিবেদক হাসান চৌধুরীকে জানান, পুলিশ পরিদর্শক নজরুল ইসলামের কর্মকান্ডে আমরা তথা পুলিশ বাহিনী গর্বিত সর্বপরি শিবালয়ের অপরাধ প্রবনতা কমে আইন শৃংখলার উন্নয়ন হয়েছে। বিরত্বে গাথা সাফল্যের বিবরণী- ২২ ফেব্রæয়ারী ২০১৯ ডিবি পরিচয়ে ২লক্ষ ৮ হাজার টাকা পতারনায় মামলা নং- ২১,২৪-০২-১৯ তদন্তে ১টি প্রাইভেট কার, ১জন আসামী আটক ৩জন সনাক্তসহ নগদ ১৩,০০০ টাকা উদ্ধার । ৩-০৩-১৯ পরিবহনের যাত্রীদের নিকট র‌্যাব পরিচয়ে ২৪ লক্ষ ১হাজার ৩০টাকা ডাকাতি মামলা নং২৭-০৩-১৯ তদন্তে ২লক্ষ ১৫ হাজার টাকা দুটি মাইক্রোবাস সহ বিভিন্ন আলামত জব্দ ২ জন আসামী আটক ও ৪ জন সনাক্ত। ১২-০৪-১৯ পরিবহন অভিযানে ৭০ বোতল ফেন্সিডিল সহ ২জন আটক মামলা নং ১৩, ১২/০৪/১৯ । ০৮-০৫-১৯ পরিবহন অভিযাানে ৩০ বোতল ফেন্সিডিল সহ ১ জন আটক মামলা নং- ৩, ০৮-০৫-১৯ । ২২-০৫-১৯ পরিবহন অভিযানে ৫০০ পিচ ইয়াবাসহ ১ জন আটক মামলা নং- ১৫, ২২-০৫-১৯।  ১৯-০৬-১৯ মাছ ও গরুর খাবার ৭ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে উধাও মামলা নং- ৩, ১৯-০৬-১৯ তদন্তে ৩১ বস্তা খাবার ব্যবহৃত ট্রাকসহ ৩ জন আসামী ১ জনের জবান বন্ধি রেকর্ড । ২৫-০৬-১৯ পরিবহন অভিযানে ১৫০ পিচ ইয়াবা সহ ১ জন আটক মামলা নং-১৬, ২৫-০৬-১৯। ১২-০৭-১৯ পরিবহন অভিযান ৫০ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক মামলা নং-৪, ১২-০৭-১৯। ১৪-০৭-১৯ পরিবহন অভিযান ৩০ বোতল ফেন্সিডিলসহ ১ জন আটক মামলা নং- ৭,১৪-০৭-১৯। ০২-০৮-১৯ পরিবহন অভিযান  পৃথক ২টি মামলা ৫১ বোতল ফেন্সিডিলসহ জন আটক মামলা নং-২, ০২-০৮-১৯, অন্যটি ১০০ বোতল ফেন্সিডিলসহ ১জন আটক মামলানং-৩ । ০৩-০৮-১৯ পরিবহন অভিযানে ৩০বোতল ফেন্সিডিলসহ ১জন আটক মামলানং-৪, ০৩-০৮-১৯ । ০৪-০৮-১৯ পরিবহন অভিযান ১৬৮ বোতল ফেন্সিডিলসহ ৩জন আটক মামলানং-৬, ০৪-০৮-১৯। ০৭-০৮-১৯ পরিবহন অভিযান ৬০বোতল ফেন্সিডিলসহ ২জন আটক মামলানং-১১, ০৭-০৮-১৯। ০১-০৯-১৯ পরিবহন অভিযান ৬০বোতল ফেন্সিডিলসহ ১জন আটক মামলানং-১, ০১-০৯-১৯ । ০৩-০৯-১৯ পরিবহন অভিযান পৃথক ২টি মামলায় ১৫১ পিচ মোবাইল সেট, ঔষধ ও অন্যান্য মালামাল মূল্য ২৭ লক্ষ টাকা সহ ৩জন আটক মামলা নং-৩, ০৩-০৯-১৯ অন্যাটি ১৫৯পিচ মোবাইল সেট, ২কেজি রূপা অন্যান্য মালামাল মূল্য ২৪ লক্ষ ৭২ হাজার টাকা মামলা নং-৪।

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury