1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ মে ২০২৪, ০২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

মানিকগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ও অপরজনের ১০ বছরের কারাদন্ড

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ১৩৬৪ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জে চাঞ্চল্যকর স্কুলছাত্র নয়ন হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ও অপরজনের ১০ বছরের কারাদন্ডের রায় হয়েছে। রোববার দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম আসামীদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন। উভয় আসামীকে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদন্ডাদেশ দেওয়া হয়েছে। যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামী মো. রাকিব নূর হৃদয়। সে মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। ১০ বছর কারাদন্ডপ্রাপ্ত আসামী  মো.রাকিব একই এলাকার আসাদুজ্জামান সালামের ছেলে। মামলার বিবরণে জানা যায়,২০১৩ সালের ২৬ নভেম্বর মোবাইল ফোন চুরির অভিযোগে নয়নের সাথে তাদের কথাকাটাকাটি হয় এবং এক পর্যায়ে হৃদয় নয়নকে দেখে নেওয়ার হুমকি দেয়। পরে দিন একটি দোকানের সামনে হৃদয় ও রাকিব নয়নকে প্রথমে মারধর করে এবং একপর্যায়ে চাকু দিয়ে নয়নের বুকে আঘাত করে চলে যায়। ঘটনার একদিন পর ২৭ শে নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় নয়ন। এই ঘটনায় ২৭ নভেম্বর নয়নের চাচা মো.ফরিদ আল মাহমুদ বাদী হয়ে হৃদয় ও রাকিবের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করে। মামলায় ১৮জনের সাক্ষগ্রহন শেষে আদালত তাদের এই বায় প্রদান করেন। মামলা পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আহসান হাবিব ও আসামী পক্ষের আইনজীবী একেএম আজিজুল হক, এ্যাড: দিলীপ কুমার রাজবংশীসহ কয়েকজন।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury