1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন

মানিকগঞ্জে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ^ হাত ধোয়া দিবস পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯
  • ১৩৭০ বার দেখা হয়েছে

এস.এম আকরাম হোসেন :

“সকলের জন্য উন্নত স্যানিটেশন,নিশ্চিত হোক সুস্থ্য জীবন” এবং বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে-“সকলের হাত, পরিচ্ছন্ন থাক” এই প্রতিপাদ্য বিষয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ^ হাত ধোয়া দিবস উপলক্ষে মানিকগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। র‌্যালী শেষে অংশগ্রহনকারীদের সঠিক নিয়মে হাত ধোয়া পর্যবেক্ষন করেন জেলা প্রশাসক। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে আরোও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ফৌজিয়া খান,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ শাহীনা আক্তার, মানিকগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌস, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা লিজা,আরডিসি সৈয়দা সামিরা, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার জোসনা খাতুন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্কুলের শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীরা।

মানিকগঞ্জ জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী গাজী ফাতিমা ফেরদৌস বলেন, এই জেলাতে জরিপের কাজ হয়েছে। আমি এখন সেই জরিপ ফলাফলের উপর ভিক্তি করে, জেলার স্যানিটেশন অবস্থা তুলে ধরছি। বিগত জরিপ অনুযায়ী স্বাস্থ্য সম্মত ল্যাট্টিন ব্যবহারকারীর সংখ্যা ছিল মোট: ৭৯,৩১৮টি। যা মোট পরিবারের শতকরা মাত্র ৩৩ ভাগ। কিন্তু অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই, ৩৩ ভাগ থেকে স্বাস্থ্য সম্মত ল্যাট্টিন ব্যবহারকারী পরিবারের সংখ্যা উন্নীত হয়ে বর্তমানে দাড়িয়েছে শতকরা ৯৬.২৯ ভাগ। বিগত তিন বছরের বৃদ্ধির হার শতকরা ২০ ভাগ। তবে সব উপজেলার বৃদ্ধির হার সমান নহে।

মানিকগঞ্জ জেলা প্রশাসক এস এম ফেরদৌস বলেন, সরকার ঘোষিত সময়ের আগেই মানিকগঞ্জে শতভাগ স্যানিটেশন নিশ্চিত হবে। আর এই লক্ষ্য অর্জনে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিাগের কর্মকর্তার কাজ করছেন।

 

 

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury