1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫২ পূর্বাহ্ন

হরিরামপুরে অতিরিক্ত দামে লবণ বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ১৬৫৭ বার দেখা হয়েছে

শুভংকর পোদ্দার, স্টাফ রিপোর্টার:

মানিকগঞ্জের হরিরামপুরে বেশি দামে লবণ বিক্রি করায় তিন দোকানিকে ১০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সাবিনা ইয়াসমিন হরিরামপুরের বিভিন্ন বাজারে ঘুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা আরোপ করেন। এর আগে মঙ্গলবার দুপুরে হরিরামপুরের সব দোকানে হটাৎ করেই  লবণ কিনতে ভীড় করেন সাধারণ জনগণ। এর পরিপেক্ষিতে কিছু দোকানী সুযোগ বুঝে লবণ এর দাম কিছুটা বাড়িয়ে বিক্রি করেন। যার কারণে মানিকগঞ্জ তথা হরিরামপুরের সবচেয়ে বড় বাজার ঝিটকাতেও লবণের কিছুটা আকাল দেখা দেয়। এজন্য হাতে গোনা কয়েকটি দোকানী তাদের দোকানের লবণ সাধারণ মূল্যে বিক্রি কমিয়ে বাড়তি টাকা নিয়ে বিক্রি করতে থাকেন। এছাড়া এই খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই গুজবে কান দেবেন না বলে স্টাটাস দেয়া শুরু করেন। এবিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কারী হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, হরিরামপুরের বিভিন্ন বাজারে অতিরিক্ত দামে লবণ বিক্রির জন্য অভিযান চালানো হয়েছে এবং এই অভিযান আগামীকালও অব্যাহত থাকবে। এছাড়া দিয়াবাড়ি বাজারের ব্যবসায়ী বিল্লাল মোল্লাকে ৫হাজার, ঝিটকা বাজারের মোঃ আরিফকে ৩হাজার এবং ভাদিয়াখোলা বাজারের মোঃ মনির কে ২হাজার সর্বমোট ১০হাজার টাকা জরিমানা করেছেন বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury