এস এম ইব্রাহীম হোসেন :
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় রাতের আধারে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে হত্যা করেছে দূর্বত্তরা। বৃহস্পতিবার সকালে সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই এলাকার সৌদিপ্রবাসী মঞ্জুর রহমানের স্ত্রী পারভীন আক্তার (২৬) ও তার ছেলে নূর মোহাম্মদ (০৫)।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান মিঞা জানান, সাটুরিয়া উপজেলার উত্তর কাউন্নারা এলাকার ওই বাড়িতে পারভীন আক্তার শ্বশুর-শাশুড়ি ও ছেলেকে নিয়ে বসবাস করতেন। প্রতিদিনের মত বুধবার রাতেও ঘুমিয়ে পড়েন সবাই। মা পারভীন ছেলে নূর মোহাম্মদকে নিয়ে নিজ রুমে ঘুমিয়ে পড়েন এবং বৃহস্পতিবার ভোরে পারভীনের কক্ষের দরজা খোলা দেখতে পান শ্বশুর আবদুর রহমান। পরে রুমের ভিতরে ঢুকে তাদের মরদেহ দেখতে পান তিনি। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
এবং মরদেহ দেখে ধারণা করা হচ্ছে পারভীনকে গলা কেটে এবং শিশুপুত্র নূর মোহাম্মদকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।