এস এম আকরাম হোসেন:
মানিকগঞ্জের সিংগাইরের বায়রা বাজারে ব্যবসায়ী লেবু হত্যার বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বায়রা বাজারের ব্যবসায়ী সমিতি। শুক্রবার দুপুরে বায়রা বাজারে সিংগাইর সড়কের চাররাস্তা এলাকায় এ মানববন্ধনে বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষ এ মানববন্ধনে অংশ নেন। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, বায়রা বাজার বণিক সমিতির সভাপতি দলিল উদ্দিন, সাধারণ সম্পাদক লোকমান হোসেন, বায়রা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কোহিনুর ইসলাম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান সেন্টু ও কৃষকলীগের সভাপতি শেখ জসিম উদ্দিন প্রমুখ।
বক্তারা অবিলম্বে হত্যাকারী দেওয়ান হায়দার আলীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ব্যবসায়ীক লেনদেন নিয়ে বায়রা ইউনিয়ন পরিষদের পিছনে প্রকাশ্যে হায়দার আলীসহ তার লোকজন ব্যবসায়ী রিপন হোসেন লেবুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।
এ ব্যাপারে নিহত লেবুর বড় ভাই লাবু মিয়া বাদী হয়ে সিংগাইর থানায় হায়দার আলীসহ ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে।