মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় বাল্য বিয়ে চেষ্টার দায়ে মেয়ের বাবা ও বরকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম রবিবার রাত ৯ টার দিকে তার কাযালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ডাদেশ প্রদান করেন।
সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, সাটুরিয়া উপজেলার চাচিতারা গ্রামের ৯ম শ্রেণীর ছাত্রীর সংগে টাংগাইল জেলার মির্জাপুর উপজেলার খাগুটিয়া গ্রামের মৃত শাহিনের পুত্র রাসেলে সাথে বিয়ের আয়োজন চলছিল-এমন সংবাদের ভিত্তিতে তিনি তাৎক্ষণিকভাবে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বর, কনে এবং বরের পিতাকে তার কার্যালয়ে নিয়ে আসেন। পরে, উভয় পক্ষের জবানবন্দী অনুযায়ী তিনি আইনগত ব্যবস্থা নেন।
এদিকে, বাল্য বিয়ের চেষ্টার অপরাধে হরিরামপুরে বর ও বরের এক অভিভাবককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হরিরামপুর উপজেলার কোর্টকান্দি গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে বাল্যবিয়ে পণ্ড করে দেন এবং এই দণ্ডাদেশ প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) বিল্লাল হোসেন ।
দণ্ডপ্রাপ্ত হলেন, একই উপজেলার মহিষাখোলা গ্রামের মোবারক শিকদারের ছেলে রবিউল শিকদার (বর) (২২) এবং বরের অভিভাবক একই উপজেলার নজরুল ইসলাম শিকদারের ছেলে বেলায়েত শিকদার।
হরিরামপুর সহকারী কমিশনার (ভূমি) বিল্লাল হোসেন জানান, মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার মা-বাবার নিকট থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। আর বাল্যবিয়ের চেষ্টা অপরাধে বর ও বরের অভিভাবককে জরিমানা করা হয়েছে।