সিংগাইর প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে চারদিনের ব্যবধানে আবারও অজ্ঞাত পরিচয় এক যুবকের আগুনে পোড়া লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, উপজেলার তালেবপুর ইউনিয়নের চরগোলড়া এলাকায় মঙ্গলবার সকাল ৯টার দিকে ওই এলাকার বাদল নামের এক কৃষক কামলা নিয়ে কাজ করতে যায়। এ সময় পাশের একটি ভূট্রা ক্ষেতে আগুনে পোড়া মরদেহ দেখতে পায়। পরে স্থানীরা সিংগাইর থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ সকাল ১১টায় ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত যুবকের বয়স (২৩) তার পরনে জিন্সের প্যান্ট ট্রিশার্ট ছিল। তার পরিচয় জানা যায়নি। কে বা কারা লাশ এনে আগুনে পুড়িয়ে দেয়। এলাকাবাসী লাশ সনাক্ত করতে পারেনি।
ঘটনাস্থলে মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম, সিংগাইর সার্কেল এ,এসপি মো.আলমগীর হোসেন ও সিংগাইর থানার ওসি আবদুস সাত্তার মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
উল্লেখ্য গত শুক্রবার উপজেলার তালেবপর ইউনিয়নের কাংশা ভূট্রা ক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হলেও জড়িতদের গ্রেফতার বা রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ। চার দিন পর আবারও অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার।