স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ শহরে মাদকব্যবসার অভিযোগে রোববার দুপুরে লিটন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন। এ সময় তাঁর কাছ থেকে ৬৫০ পিচ ইয়াবাসহ ১ লাখ ২ হাজার টাকা জব্দ করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, লিটনের (৩৮) বাড়ি চাঁদপুর সদরের নতুন পাড়া এলাকায়। তিনি মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া দুধবাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। এ বাসায় থেকে তিনি জেলা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবার ব্যবসা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১২ টার দিকে ওই বাসার একটি ইউনিট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৬৫০ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রির ১ লাখ ২ হাজার টাকা জব্দ করা হয়।
সাইফুল ইসলাম বলেন, তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।