ঘিওর প্রতিনিধি:
করোনা ভাইরাসকে পুজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বৃদ্ধি করার দায়ে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অর্থ দন্ডের মাধ্যমে চলছে জরিমানা।তারপরও লাগামহীনভাবে একশ্রেনীর মোনাফালোভী ব্যবসায়ীরা বাজার সরগরম করে তুলছে। এছাড়া বিদেশ ফেরত প্রবাসী যারা হোম কোয়ারেন্টাইন অমান্য করছে তাদেরকেও অর্থদন্ড দেয়া হচ্ছে।
রোববার দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বিভিন্ন হাট বাজার ও বিদেশ ফেরত প্রবাসীদের এলাকায় অভিযানে নামেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আক্তার। করোনা ভাইরাস সচেতনাতায় মানুষজনকে পরামর্শ ও দ্রব্য মুল্যের উর্ধ্বগতি ঠেকাতে বানিয়জিুরী বাসষ্ঠ্যান্ড বাজারে যান তিনি। এসময় স্থানীয় কয়েক ব্যবসায়ীর বিরুদ্ধে দ্রব্য মুল্যের দাম বেশী নেয়ার অভিযোগ তোলের ক্রেতারা। তাৎক্ষনিত বাজারের ব্যবসায়ী সঞ্জয়,নিপেন ও শ্যামল ঘোষের খুরচা ও পাইকারী মুদি দোকানে অভিযান চালায়। এসময় নিপেন ঘোষকে ২০ হাজার টাকা,সঞ্জয়কে ১৫ হাজার টাকা ও শ্যামল ঘোষকে ২০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।
এরপন তিনি উপজেলা তরা এলাকায় বিদেশ ফেরত কয়েক প্রাবাসীদের বাড়ি হোম কোয়ারেন্টাইন পরিদর্শন করেন। এসময় সৌদি প্রবাসী মোজহারুল ইসলাম রাজু হোম কোয়ারেন্টাইন অমান্য করার দায়ে তাকে ১০ হাজার টাকা অর্ধদন্ড জমিমানা করা হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা আইরিন আক্তার বলেন, করোনা ভাইরাস সচেতনতায় আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানুষজনকে সচেতন করতে কাজ করে যাচ্ছি। এছাড়া বিদেশ থেকে যারা আসছেন তারা যাতে হোম কোয়ারেন্টাইন মেনে চলে তার জন্য বিভিন্ন এলাকায় খোঁজ খবর রাখছেন করা হচ্ছে। রোববার দুপুরে উপজেলার তরা এলাকায় সৌদি প্রবাসী মাজহারুল ইসলাম রাজুর বাসায় খোজ নিতে গেলে তার বিরুদ্ধে হোম কোয়ারেন্টাইন অমান্য করার অভিযোগে ১০ হাজার টাকা অর্থদন্ড জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, করোনাকে পুজি করে কিছু মোনাফা লোভি ব্যবসায়ী দ্রব্য মুল্যের দাম বাড়িয়ে দিচ্ছে এমন অভিযোগের কারনে প্রতিদিনই বাজার মনিটরিং করছি। রোববার সকাল থেকে উপজেলার বানিয়াজুরী বাজারে অভিযান পরিচালনা করে কয়েকজন ব্যবসায়ীকে অর্থদন্ড করে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।