শুভংকর পোদ্দার, স্টাফ রিপোর্টার: হরিরামপুরে রুবি আক্তার (৪০) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার গালা ইউনিয়নের সোনপুর গ্রামে নিজ ভাতের হোটেলের পিছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় পুলিশ ওই গৃহবধুর স্বামী শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরংগাইল গ্রামের মৃত: নেয়াজ বেপারীর ছেলে উজ্জল হোসেনকে আটক করেছে। হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঈদ চৌধুরী জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদনের পরেই জানা যাবে। এঘটনায় নিহতের স্বামী উজ্জলকে সন্দেহজনকভাবে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জল রুবির দ্বিতীয় স্বামী। হরিরামপুরের সোনপুর গ্রামে তারা দুজনে হোটেল ব্যবসা করতেন। ছয় বছর ধরে উজ্জলের সাথে রুবির বিয়ে হয়। |
Quick Reply |