সিংগাইর প্রতিনিধি :
খাদ্যবান্ধব কর্মসূচীর ৬ বস্তা চাল অবৈধভাবে মজুদ রাখার দায়ে মানিকগঞ্জে সিংগাইরে আরো ১জন ডিলারকে আটক করা হয়েছে। আটক ডিলার রফিকুল ইসলাম জামির্ত্তা চন্দনগর গ্রামের হাসেম আলী পত্তনদারের ছেলে।
মঙ্গলবার বিকেলে মানিক নগর বাজারে অভিযান চালিয়ে অবৈধভাবে চাল মজুদ রাখার দায়ে ওই ডিলারকে আটক করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা ।
মেহের নিগার সুলতানা জানান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা এবং ওই ইউনিয়নের ট্যাগ অফিসার মো. মনিরুজ্জামান ওই ডিলারের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
এই ডিলারের বিরুদ্ধে বস্তা পাল্টিয়ে সরকারি চাল বিক্রির অভিযোগ উঠেছিল বলে জানান তিনি।
এর আগে ১৩ এপ্রিল, অবৈধভাবে চাল মজুদ রাখার অভিযোগে ধল্লা ইউনিয়নের ডিলার এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আবু বকর সিদ্দিক বরকত উল্লাহকে আটক করে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।