মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলা শহরে লকডাউনে বন্ধ থাকা দোকানের দেয়াল ভেঙ্গে চুরি হয়েছে। রোববার দিবাগত রাতের কোন এক সময় মানিকগঞ্জ গঙ্গাধরপট্টির থানা রোডের প্রজাপতি ফ্যাশনে এই চুরির ঘটনা ঘটে। দোকানের মালিক বিপ্লব মন্ডল জানান লকডাউনের কারনে ২৪ মার্চ থেকে দোকান বন্ধ ছিল। আজ (সোমবার) সকালে ঘর ঝাড়ামোছা করার জন্য দোকান খুললে চুরির বিষয়টি নজরে আসে। তিনি জানান দোকানের পশ্চিম পাশের ইটের দেয়াল ভেঙ্গে চোর ঘরে ঢোকে। তার হিসাবে প্যান্ট, শার্ট, মহিলা ও শিশুদের বিভিন্ন ধরণের সাত থেকে আট লাখ টাকার পোশাক চুরি হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ সদর থানার এসআই তারেক পারভেজ। তিনি জানান ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। কেনা বেচার ভাউচারসহ কাগজপত্র পরীক্ষা করে চুরির পরিমাণ জানার চেষ্টা চলছে।