1. hasanchy52@gmail.com : admin :
  2. amarnews16@gmail.com : Akram Hossain : Akram Hossain
বুধবার, ২২ মে ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ

মৌসুমীর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২০
  • ৪৭৭ বার দেখা হয়েছে

আমার নিউজ ডেক্স:

জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীর নামে রয়েছে একাধিক ফেসবুক আইডি। এর মধ্যে একটিও এই অভিনেত্রীর নয়, সবগুলো ফেক আইডি। আর এসব ফেক অ্যাকাউন্ট খুলে প্রতারক চক্র ভক্তদের সঙ্গে প্রতারণা করে টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ করেছেন তার স্বামী অভিনেতা ওমর সানী।

এ প্রসঙ্গে ওমর সানী বলেন, ‘মৌসুমীর নামে ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ খোলাসহ একটি আইডি হ্যাক করে প্রতারণা চালিয়ে যাচ্ছে প্রতারকরা। আর ওই আইডিগুলোর মাধ্যমে যারা প্রতারিত হচ্ছেন তারা আমাকে ওই আইডিসহ অভিযোগ করছেন।’

এ অভিনেতা আরো বলেন, ‘মৌসুমীর নামে কোনো ফেসবুক আইডি ও পেজ নেই। ফেসবুকে যা দেখা যাচ্ছে সবগুলোই ফেক, কিন্তু ওই আইডিগুলোর মাধ্যমে ভক্তদের কাছে মৌসুমী সেজে টাকা হাতিয়ে নিচ্ছে। ঈদকে সামনে রেখে প্রতারকরা মৌসুমীর নাম ব্যবহার করে ফাঁদ পেতেছে। এই সকল প্রতারকদের জন্য মৌসুমীর ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই তার ভক্তদের বলব আপনারা কোনোভাবেই প্রতারিত হবেন না। যে আইডিগুলো আছে সেগুলো ভুয়া।’

এ বিষয়ে এখনো আইনি পদক্ষেপ নেননি মৌসুমী। তবে খুব শিগগির এসব ফেক আইডি ব্যবহারকারী প্রতারকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন ওমর সানী।

শেয়ার করুন

এ বিভাগের আরও খবর
© All rights reserved © 2014 Amar News
Site Customized By Hasan Chowdhury