স্টাফ রিপোর্টার:
ব্রাজিলে এক দিনে করোনায় সর্বোচ্চ সংখ্যক মৃত্যু রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার দেশটিতে ১ হাজার ১ ৭৯ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। এত দেশটিতে মৃতের সংখ্যা এখন ১৭ হাজার ৭৯১।
এর আগে গত ১২ মে ব্রাজিলে এক দিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু রেকর্ড করা হয়। ওই দিন ৮৮১ জন ভাইরাস আক্রান্তের মৃত্যু হয়েছিল।
গত সোমবারই ব্রাজিলের করোনা আক্রান্তের সংখ্যা যুক্তরাজ্যকে ছাড়িয়ে গেছে। মঙ্গলবার নতুন করে আরও ১৭ হাজার ৪০৮ জন আক্রান্ত হওয়ায় দেশটিতে কোভিড-১৯ নিশ্চিত রোগীর সংখ্যা এখন ২ লাখ ৭১ হাজার ৬২৮। ল্যাটিন আমেরিকার গুরুত্বপূর্ণ শহরগুলোতে ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। রিও ডি জেনেরিও এবং সাও পালোর হাসপাতালগুলোর ইনটেনসিভ কেয়ার ইউনিটের ৮৫ শতাংশ রোগীতে পূর্ণ।
প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের কর্মকর্তারা এক ভার্চুয়াল বৈঠকে জানিয়েছেন, আমাজানের তিন সীমান্তবর্তী অঞ্চল কলম্বিয়া, পেরু ও ব্রাজিলে ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় আদিবাসীদের জীবন ঝুঁকিতে পড়েছে। অরক্ষিত, দরিদ্র, জাতিগত সংখ্যালঘু আদিবাসী সম্প্রদায়কে রক্ষায় বিশেষ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।