ফরিদা ইয়াসমিন:
করোনা প্রাদুর্ভাব রোধকল্পে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্য বিধি মেনে চলা নিশ্চিতকরণের লক্ষ্যে অভিযান করেন
মানিকগঞ্জের জেলা প্রশাসক এস এম ফেরদৌস ।
শনিবার আজ (০৬) জুন মানিকগঞ্জ পৌরসভার শহীদ রফিক সড়ক, দুধবাজার ও বেউথা এলাকায় এ অভিযান পরিচালন করা হয়।
স্বাস্থ্যবিধি না মেনে চলার অপরাধে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশক্রমে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। দন্ডবিধি,১৮৬০ এর ধারা ১৮৮ এবং ধারা ২৬৯ মোতাবেক বিভিন্ন ব্যক্তিকে ৪০ টা মামলায় সর্বমোট ৭৯,৫০০ টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মনজুর হোসেন এবং এ.বি.এম. আরিফুল হক।
উক্ত অভিযানে জেলা ম্যাজিস্ট্রেট জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলা, সামাজিক দূরত্ব বজায় রাখা, জরুরি দরকার ছাড়া বাইরে না বের হওয়া এবং প্রয়োজনে বাইরে বের হলে আবশ্যিকভাবে মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্য বিধি মেনে চলতে সকলকে অনুরোধ জানান, অন্যথায় আইনের কঠোর প্রয়োগের বিষয়ে সকলকে সতর্ক করে দেন। জানা গেছে,জেলা প্রশাসনের এধরণের অভিযান অব্যাহত থাকবে।