স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জ এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের চান্দইর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার উকিয়ারা গ্রামের মনমোহন রাজবংশীর ছেলে ধীরেন রাজবংশী (৫২) ও চান্দইর গ্রামের মৃত খোদানী মল্লিকের ছেলে মো: শাহিনুর (৫২)।
সদর থানার এসআই হারেস সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
তাদের নামে এর আগেও মামলা হয়েছে। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।