শুভংকর পোদ্দার, হরিরামপুর
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামে অবৈধভাবে দো-ফসলী জমি থেকে মাটি কাটার অপরাধে দুজনের কাছ থেকে ১লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন মানিকগঞ্জ সদর উপজেলার বরুন্ডি গ্রামের মৃত-এখলাস উদ্দিনের ছেলে তফছের উদ্দিন ও বাংগাবাড়ীয়া গ্রামের
মোঃ সোহরাবের ছেলে মোঃ ইউসুফ। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বিল্লাল হোসেন। এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহায়তা করেন হরিরামপুর থানা পুলিশ।
এবিষয়ে মোঃ বিল্লাল হোসেন জানান, আজ সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বলড়া ইউনিয়নের পিপুলিয়া গ্রামের দো-ফসলি জমি থেকে ভ্যেকু দিয়ে মাটি কাটার অপরাধে ০২ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫০,০০০ করে মোট ১,০০,০০০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।