স্টাফ রিপোর্টার:
ব্রাজিলে সোমবার পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৬৭ হাজার ও মৃত্যু ৪৩ হাজার ছাড়ালো।
রোববার স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে আরও ১৭ হাজার ১১০ জনের আক্রান্তের খবর দিয়েছে। একই দিনে মারা গেছেন ৬১২ জন। ব্রাজিলে মোট ৮ লাখ ৬৭ হাজার ৬২৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৪৩ হাজার ৩৩২ জনের।
শনিবার আক্রান্ত আর মৃত্যু ছিল আরও বেশি। ওইদিন ২৪ ঘণ্টায় ২১ হাজার ৭০৪ জন আক্রান্ত হন এবং মারা যান ৮৯২ জন।
স্বাস্থ্য মন্ত্রণালয়র তথ্য মতে শনাক্ত বিবেচনায় ব্রাজিলে মৃত্যু হার ৫ শতাংশ। এ পর্যন্ত ৩ লাখ ৮৮ হাজার ৫০০ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
গত শুক্রবার ব্রিটেনকে টপকে বিশ্বে মৃত্যুর তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছিল ব্রাজিল। ১ লাখ ১৭ হাজারের বেশি মৃত্যু নিয়ে সবার উপরে যুক্তরাষ্ট্র এবং আক্রান্ত সাড়ে ২১ লাখের বেশি।