শুভংকর পোদ্দার,স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় শক্তি গাঙ্গুলী (৩৫) নামে এক গৃহবধু গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার গালা ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শক্তি গাঙ্গুলী বাসুদেবপুর গ্রামের মৃত রাধানাথ গাঙ্গুলীর ছেলে শংকর গাঙ্গুলীর স্ত্রী। শংকর গাঙ্গুলী ঢাকায় আপন জুয়েলার্স এ চাকরি করেন।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই ঐ গৃহবধুকে তার শ্বাশুড়ি রমা গাঙ্গুলী (৮০) শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। মাঝে মধ্যেই তিনি ঐ গৃহবধুকে কারণে অকারণে গালিগালাজ ও মারধর করেন।
আজ দুপুরে তিনি ঐ গৃহবধুকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধোর করায় শক্তি গাঙ্গুলী তার গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন। গৃহবধুর শাশুড়ীর ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভান। তাকে তার আত্মীয়-স্বজন মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভর্তি না করায় ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করেন। ডাক্তার জানিয়েছেন শক্তি গাঙ্গুলীর শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে।
এ ব্যাপারে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী প্রতিবেদককে জানান, বিষয়টি আমার জানা নেই। আমি আপনার কাছ থেকেই প্রথম ঘটনাটা শুনলাম। বিষয়টি আমি দেখছি।