স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের জগৎবের এলাকায় অভিযান চালিয়ে অপ্রাপ্ত বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জুলাই) এ অভিযান চালিয়েছেন হরিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বিল্লাল হোসেন।
অভিযানে বর মৃত কৃষন হালদারের ছেলে রবিন হালদারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
সহকারী কমিশনার (ভূমি) মোঃ বিল্লাল হোসেন জানান, বৃহস্পতিবার রাত ১১টায় বাল্যবিবাহের সংবাদ শুনতে পাই। এরপর ঘটনাস্থল খুঁজে বের করে গাড়ি, পায়ে হেটে এবং ট্রলারে চড়ে রাত ২টায় সেই বাসায় পৌঁছায়।
পরে বাল্যবিবাহ নিশ্চিত হয়ে বরকে ১০হাজার টাকা জরিমানা এবং মেয়ের ১৮ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেওয়া যাবে না মর্মে উভয় পক্ষের মুচলেকা নিয়ে বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।