চীনের উত্তরাঞ্চলের একটি রেস্তোরাঁ ধসে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯ জন, রোববার (৩০ আগস্ট) এ খবর দিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। ধ্বংসস্তুপ থেকে অর্ধশতাধিক উদ্ধারের পর উদ্ধার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
শনিবার (২৯ আগস্ট) সকালে একটি জন্মদিনের অনুষ্ঠান চলার সময় শানসি প্রদেশের শিয়াংফেন জেলায় জুশিয়ান রেস্তোরাঁর দুইতলা ভবনটি ধসে পড়ে। ধ্বংসস্তুপ থেকে ৫৭ জনকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে সাতজন গুরুতর আহত হলেও সিনহুয়া জানিয়েছে, তাদের কারও জীবনশঙ্কা নেই।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিজিটিএন বলেছে, রোববার সকালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়। ভবনটি ধসের কারণ এখনও জানা যায়নি। কেন্দ্রীয় সরকারের প্রাদেশিক পরিষদ বলেছে, প্রদেশ কর্তৃপক্ষ এই দুর্ঘটনার তদন্ত করবে।
সিজিটিএনের ওয়েবসাইটে প্রকাশিত ফুটেজে দেখা গেছে ছাদ মাটির সঙ্গে মিশে গেছে। উদ্ধারকর্মীরা যন্ত্রের সাহায্যে ইটের টুকরো সরাচ্ছেন। উদ্ধার কাজে সাত শতাধিক মানুষ অংশ নিয়েছিল।
চীনে ভবন ধস বা অবকাঠামোগত দুর্ঘটনা নতুন কিছু নয়। এই মার্চে চীনের কুয়ানঝো শহরে একটি হোটেল ধসে ২৯ জন নিহত হন এবং আহত হন ৪২ জন।