স্টাফ রিপোর্টার:
আশুলিয়ায় একটি বিক্রিত বাড়ি অপসারনের সময় দেয়াল ধসে জিয়াউল হক (৩০) নামের এক আঁখ বিক্রেতা নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও রুবেল (৩০) নামের এক নির্মান শ্রমিক।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় আশুলিয়ার পলাশবাড়ী বাস স্ট্যান্ডের সংলগ্ন মোহাম্মদ আলীর বিক্রিত টিনসেড ভবন অপসারনের সময় এ ঘটনা ঘটে।
নিহত জিয়াউল হক ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বাসিন্দা বলে জানা গেছে। সে ওই এলাকায় ভাড়া থেকে ভ্যানে করে আখ বিক্রি করে জীবিকা নির্বাহ করতো। অপর দিকে আহত রুবেল (৩০) নামের ওই যুবক রংপুরের বাসিন্দা।
বাড়ির মালিক নুর মোহাম্মদ জানান, বাড়িটি ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। বাড়িটির অপসারণ কাজ চলছিলো। বাড়ির পাশেই জিয়াউল আখ বিক্রি করছিলো। এসময় হঠাৎ দেয়াল ধসে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে গণস্বাস্থ্য কেন্দ্রে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেয়াল ধসে পড়ে মৃত্যুর খবর জানতে চাইলে বাড়িওয়ালার কোন দোষ নেই বলে তিনি প্রতিবেদককে শুক্রবার সকালে দেখা করতে বলেন।
তিনি জানান, টিনশেড ভবন ভেঙ্গে একতলা করার জন্য এক ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়োছিলো। দুর্ভাগ্যবশত দুর্ঘটনা ঘটেছে।
গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) আবু তাহের জানান, হাসপাতালে আনার আগেই জিয়াউলের মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি পুলিশকে জানিয়েছি।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।