স্টাফ রিপোর্টার:
শিমুলিয়া-কাঠালবাড়ি নৌপথ বন্ধ থাকায় গত কয়েকদিন পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট বাড়তি চাপ পড়ে। তবে আজ সকাল থেকে এ নৌরুটে যানবাহনের তেমন কোন চাপ নেই। ছোট গাড়ী ও পরিবহনের চাপ না থাকায় পন্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। ছোট গাড়ী ও পরিবহন ঘাট এলাকায় আসা মাত্র ফেরিতে উঠার সুযোগ পাচ্ছে। তবে এ নৌপথে নাব্যতা সংকট তৈরী হওয়ায় ফেরি পারাপার দ্বিগুন সময় লাগছে।
আজ শনিবার সকাল থেকেই পাটুরিয়া ঘাট এলাকায় ভোগান্তি ছাড়াই যানবাহন পারাপার হচ্ছে। বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের মহাব্যবস্থাপক জিল্লূর রহমান জানান, গত কয়েকদিন শিমুলিয়া-কাঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ ছিল। সেই সাথে নাব্যতা সংকট দেখা দিয়েছে। আজ সকাল থেকে যানবাহনের চাপ না থাকায় পণ্যবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। ঘাট পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় আছে। বর্তমানে এই নৌপথে ১৯টি ফেরির মধ্যে ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে বলেও তিনি জানান।