স্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জে সকল উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের দিনব্যাপী মোবাইল কোর্ট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসনের ডিজিটাল কক্ষে জেলা প্রশাসনের সার্বিক তত্বাবধানে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় ।
প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম ফেরদৌস।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যােলয়ের স্থানীয় সরকার শাখার উপ পরিচালক ফৌজিয়া খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনিরুজ্জামান এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল হাই মিলটন।
সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম ফেরদৌস বাস্তব অভিজ্ঞতা পর্যালোচনা সহ বিভিন্ন অনুসরণীয় পরামর্শ প্রদান করেন এবং প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ লব্ধ বিভিন্ন বিষয়ে মূল্যায়ন করেন ।