শুভংকর পোদ্দার, স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জন করোনাভাইরাসে সনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ জনসহ মোট সুস্থ হয়েছেন ৮৬ জন।
সনাক্তদের মধ্যে ১৫ জন বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন।
বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মুর্শিদা খানম জানান, নতুন করে ৪ জনসহ এ পর্যন্ত হরিরামপুরে মোট করোনা রোগী সনাক্ত হয়েছে ১০১ জন।